Logo

সারাদেশ

‘কুপ্রস্তাবে রাজি না হওয়ায়’ ভাড়াটিয়া নারীকে মারধর

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৫

‘কুপ্রস্তাবে রাজি না হওয়ায়’ ভাড়াটিয়া নারীকে মারধর

অভিযুক্ত মো. রানা (৪৫)

ঢাকার সাভারে এক নারী ভাড়াটিয়ার ওপর শ্লীলতাহানি ও হামলার অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত মো. রানা (৪৫) স্থানীয় আওয়ামী যুবলীগের কর্মী বলে জানা গেছে। ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ঝুমুর আক্তার (৪০) সাভার মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, তিনি পেশায় একজন চাকরিজীবী। প্রায় তিন মাস আগে তিনি স্বামী ও সন্তানসহ সাভারের নগরকোন্ডা নয়ানগরে মো. রানার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। তার স্বামী সামসুল আলম ইসলামী ব্যাংক হাঙ্গাইল শাখার এটিএম বুথে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত।

অভিযোগে বলা হয়, স্বামী বাসায় না থাকার সুযোগে রানা তাকে একাধিকবার কুপ্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এর ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি রাতে স্বামী ডিউটিতে গেলে রানা জোরপূর্বক কক্ষে প্রবেশ করে অসৎ উদ্দেশে শ্লীলতাহানি করেন। বাধা দিলে মারধর করা হয় এবং লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত রানা পালিয়ে যান এবং ভবিষ্যতে আরও ভয়াবহ ক্ষতির হুমকি দেন বলে জানান ভুক্তভোগী। পরে স্থানীয়দের সহায়তায় আহত ঝুমুর আক্তারকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

সাভার মডেল থানার এসআই ইমরান বলেন, ‘আমরা অভিযুক্ত রানাকে আটকের জন্য একাধিকবার তার বাসায় অভিযান চালিয়েছি। কিন্তু তাকে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

সাইফুল ইসলাম শাওন/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর ধর্ষণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর