Logo

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেলে আগুন, শিশুদের বাঁচাতে গিয়ে অসুস্থ ২ আনসার সদস্য

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪

ময়মনসিংহ মেডিকেলে আগুন, শিশুদের বাঁচাতে গিয়ে অসুস্থ ২ আনসার সদস্য

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টার দিকে হাসপাতালের ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই পুরো ওয়ার্ড ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা ঘটনার খবর পেয়ে প্রথম সাড়াদানকারী হিসেবে তাৎক্ষণিকভাবে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা শিশু রোগী ও তাদের স্বজনদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আনসার সদস্যরা উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করেন।

উদ্ধার কার্যক্রম চলাকালে প্রচণ্ড ধোঁয়ার কারণে সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. রফিক এবং আনসার সদস্য রুহুল আমিন শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সদস্যদের দ্রুত ও সাহসী পদক্ষেপের ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ঘটনাকে দায়িত্ববোধ, মানবিকতা ও আত্মত্যাগের উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।

এমপি/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর