পঞ্চগড়ে সরকারি সারে কারসাজি : ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:১২
পঞ্চগড়ে অবৈধ উপায়ে সরকারি সার কেনাবেচার অপরাধে মমিন মিয়া (২৭) নামে এক খুচরা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে সংশ্লিষ্ট সার ডিলারকে ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি এলাকায় ‘মেসার্স সৌরভ বীজ ভান্ডার’ নামক ডিলার পয়েন্টে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা সুলতানার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
দন্ডপ্রাপ্ত মমিন মিয়া জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের জুগিকাটা এলাকার বাসিন্দা। তাকে কারাগারে প্রেরন করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেসার্স সৌরভ বীজ ভান্ডারে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার নিয়মবহির্ভূতভাবে এক খুচরা বিক্রেতার কাছে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে প্রশাসন সেখানে অভিযান চালায়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় ক্রেতা মমিন মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ডিলার কামরুন নাহারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুন্নবী সদর
উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু তৈয়ব আলীসহ সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা জানান, কৃষকের সার নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ভবিষ্যতে ডিলারদের এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
এসকে দোয়েল/আইএইচ

