Logo

সারাদেশ

নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

মিজানুর রহমান সভাপতি, সুমন ভৌমিক সাধারণ সম্পাদক

Icon

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৪:৩৫

নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

ছবি : বাংলাদেশের খবর

নোয়াখালী জেলার টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেলিভিশন সাংবাদিক ফোরাম’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন ১৫ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমানকে সভাপতি ও চ্যানেল টুয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার সুমন ভৌমিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে জেলা শহর মাইজদীর দারুচিনি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে তিনি পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর বাংলাভিশনের জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নুরুল আমিনের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন : সহ-সভাপতি মোহতাসিম বিল্লাহ সবুজ ও ফয়জুল ইসলাম জাহান, সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব নবী ইমন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন শিবলু, সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম রিফাত, প্রকাশনা ও সাহিত্য বিষয়ক সম্পাদক শাকিল আহমদ, দপ্তর ও অফিস সম্পাদক মিজানুর রহমান রিয়াদ, সমাজকল্যাণ সম্পাদক আল-শাহরিয়ার শিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজিম উদ্দিন মিলন, তথ্য-সম্প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. নূর করিম এবং নির্বাহী সদস্য বিদায়ী ও প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঞা, মনির হোসেন বাবু ও আবুল হাসনাত বাবুল।

কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনটির বয়স ১০ বছরের বেশি হলেও নানা কারণে এটি পিছিয়ে ছিল। নবনির্বাচিত কমিটি সকল সদস্যের সঙ্গে নিয়ে টেলিভিশন সাংবাদিকদের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক ভিত মজবুত করতে কাজ করার অঙ্গীকার করেছেন।

একই সঙ্গে জেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং রাজনৈতিক নেতা ও সরকারি দপ্তরের জবাবদিহিতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সামাজিক কার্যক্রম পরিচালনারও অঙ্গীকার করেন তারা।

দ্বীপ আজাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর