Logo

সারাদেশ

আশুলিয়ায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪, গরু-ট্রাক জব্দ

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:২০

আশুলিয়ায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার ৪, গরু-ট্রাক জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ছয়টি গরুসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে গরু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল সাধু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন : ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার গোপালনগর এলাকার সাইফুল ইসলামের ছেলে সেলিম মিয়া (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর থানার পুদ্দারবাড়ী এলাকার মো. আব্দুস সালামের ছেলে তোজাম্মেল হোসেন (৩৬), বগুড়া জেলার ধুনট থানার বিলচাপড়ি এলাকার আবুল বিশ্বাসের ছেলে খালেক বিশ্বাস (৪০) ও সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সুজনপুর এলাকার মৃত মরতেজ খানের ছেলে জিয়াউল খান (৩০)।

ডিবি পুলিশ জানায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আশুলিয়ার ভাদাইল সাধু মার্কেট এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল চোরাই গরু কেনাবেচা ও পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি লুণ্ঠিত গরু ও পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, অপহরণসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

হাসান ভূইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি গ্রেপ্তার আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর