Logo

সারাদেশ

হাদি হত্যার বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:২৮

হাদি হত্যার বিচারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা। ছবি : বাংলাদেশের খবর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকার আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কলেজের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে গণস্বাস্থ্য হাসপাতালের সামনের ইউটার্ন ঘুরে নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা জয় রেস্তোরাঁর সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী লড়াকু সৈনিক হাদি ভাইয়ের বিচারের দাবিতে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা অতিদ্রুত বাংলার জমিনে হাদি ভাইকে হত্যার বিচার দেখতে চাই। আমরা কোনো অশান্তি চাই না, তাই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। যদি দ্রুত সময়ের মধ্যে হাদি ভাইয়ের হত্যার বিচার না করা হয়, তাহলে আমরা সাভার-আশুলিয়ার শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বলে গেছেন হাদি ভাই, আমার খুনের বিচার চাই’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা’, ‘আমি কে? তুমি কে? হাদি হাদি’, ‘গোলামি না আজাদি? আজাদি আজাদি’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ বিক্ষোভ মিছিলে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থী সিমা, রায়হান, ইমরান, রাজিব ও বিথীসহ দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্সের ঢাকা জেলার আহ্বায়ক মোহাম্মদ তামিম, মির্জা গোলাম হাফিজ কলেজের সাবেক শিক্ষার্থী তৌফিক হাসান, মো. সজিব হোসেন ও মিরাজ মাহমুদসহ আরও অনেকে।

হাসান ভুঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর