মদনে এসএসসি ফরম ফিলাপে অতিরিক্ত অর্থ আদায়-অভিভাবক লাঞ্ছনার অভিযোগ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৩৩
ছবি : বাংলাদেশের খবর
নেত্রকোনার মদনে এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের সময় শিক্ষার্থীদের কাছ থেকে সরকারি ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ দিতে না পারায় এক অভিভাবককে লাঞ্ছিত করারও অভিযোগ পাওয়া গেছে।
মদন উপজেলার মাঘান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনার অভিযোগ করেছেন শিক্ষার্থীর অভিভাবক ঝুমন মিয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ চলছে। সরকার নির্ধারিত ফি ২ হাজার ৩১৫ টাকা। কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫ থেকে ৯ হাজার টাকা আদায় করা হচ্ছে।
অভিভাবকরা জানান, বিদ্যালয়ের শিক্ষকরা ফরম ফিলাপের পাশাপাশি বাধ্যতামূলকভাবে কোচিং ফি আদায় করছেন। অতিরিক্ত ফি দিতে অপারগতা প্রকাশ করায় শিক্ষার্থীদের ফরম ফিলাপ করতে না দেওয়া এবং পরীক্ষা দিতে না দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে অভিভাবক ঝুমন মিয়া বলেন, ‘আমার চাচাতো ভাইয়ের ফরম ফিলাপ করতে বিদ্যালয়ে যাই। ফরম ফিলাপ ও কোচিং ফি বাবদ ৯ হাজার টাকা দাবি করা হয়। আমি দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে গালমন্দ করা শুরু করে। ৯ হাজার টাকা জমা দিয়ে রশিদ চাওয়ায় আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় ও লাঞ্ছিত করা হয়।’
অভিযুক্ত শিক্ষক আব্দুল গণি বিষয়টি নাকচ করে বলেন, ‘বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যাদের ফরম ফিলাপ করিয়েছি, তাদের ছাড়া অন্য কারো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম খোকন বলেন, ‘ফরম ফিলাপ বাবদ শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছে। বাড়তি টাকার বিষয়টি আব্দুল গণি মাস্টার জানেন।’ অভিভাবক লাঞ্ছনার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন, ‘আমি বর্তমানে জেলায় আছি। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
নিজাম তালুকদার/এআরএস

