Logo

সারাদেশ

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে দাঁড়াল রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে দাঁড়াল রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা

ছবি : বাংলাদেশের খবর

উত্তরাঞ্চলে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে রংপুর মেডিকেল কলেজ (রমেক) বিডিএস-চতুর্দশ (১৪) ব্যাচের শিক্ষার্থীরা। তাদের উদ্যোগে লালমনিরহাটে ১০০টি কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডায় নাঈম ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঈম ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি, লালমনিরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফিরোজ আল হাসান এবং লালমনিরহাট সদর দক্ষিণ থানার শিবিরের সভাপতি মো. হাফিজুর রহমান।

আয়োজকরা জানান, লালমনিরহাট একটি অবহেলিত জেলা এবং প্রতিবছর উত্তরাঞ্চলে তীব্র শীতের কারণে নিম্নআয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েন। সে বিষয়টি বিবেচনায় নিয়েই শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উপস্থিত অতিথিরা রমেক বিডিএস-১৪ ব্যাচের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং তাদের ধন্যবাদ জানান। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীরা অসহায় মানুষের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরাও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর