প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে খাগড়াছড়িতে অংশীজনদের মতবিনিময় সভা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৫:৫৬
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিইআইএমইউ শিক্ষা ভবনের মহাপরিচালক তসলিমা আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
মতবিনিময় সভার মুক্ত আলোচনায় তিন পার্বত্য জেলার প্রধান শিক্ষকরা পাহাড়ি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠদান প্রক্রিয়ায় সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং পাহাড়ি অঞ্চলের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে তাদের সুপারিশ পেশ করেন।
এ সময় প্রধান অতিথি অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘পাহাড়ি অঞ্চলের সীমাবদ্ধতার মধ্য দিয়ে কীভাবে শিক্ষার উন্নয়ন সম্ভব, তা আপনারা আজ তুলে ধরেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাহাড়ি প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। পাহাড় ও সমতল—উভয় অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য এক হোক, যাতে আমাদের শিক্ষার্থীরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’
তিন পার্বত্য জেলার শিক্ষকরা এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
এআরএস

