মির্জাপুরে সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:১০
ছবি : বাংলাদেশের খবর
টাঙ্গাইলের মির্জাপুর সরকারি এস.কে.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার খান।
অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণির ১৬৫ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকারের সভাপতিত্বে ও শারীরিক শিক্ষা শিক্ষক মো. আজাহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, নবীন বরণ অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক সবিতা রানী সরকার এবং সহকারী শিক্ষক মো. আবুল বাশার।
আলোচনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়।
রাব্বি ইসলাম/এআরএস

