Logo

সারাদেশ

কালাইয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:২০

কালাইয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

জয়পুরহাটের কালাইয়ে মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদ (৫৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) রাতে রাজধানীর মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ কালাই পৌর শহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির অভিযোগে আব্দুর রশিদকে গ্রেপ্তার করে কালাই থানা একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০২৫ সালের ২ জানুয়ারি তার অনুপস্থিতিতে দায়রা জজ আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের পর থেকে পলাতক আসামিকে খুঁজছিল পুলিশ। শনিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর মধুবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি রফিকুল ইসলাম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

মাহফুজ রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর