Logo

সারাদেশ

আমির হামজার ওয়াজে কোকোর নাম বিকৃতির প্রতিবাদে নারীদের ঝাড়ু মিছিল

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩

আমির হামজার ওয়াজে কোকোর নাম বিকৃতির প্রতিবাদে নারীদের ঝাড়ু মিছিল

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ায় ইসলামি বক্তা আমির হামজার ওয়াজ মাহফিলে প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপনের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে নারীরা।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বটতৈল মোড় থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি মহাসড়ক ধরে অগ্রসর হয়ে বিআরবি তেল পাম্প এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু হাতে আমির হামজার বিরুদ্ধে স্লোগান দেন। বিভিন্ন এলাকা থেকে আসা নারীরা বটতৈল মোড়ে জড়ো হয়ে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

ঝাড়ু মিছিলের নেতৃত্বে থাকা জেসমিন খাতুন জানান, ওয়াজ মাহফিলে কোকোর নাম বিকৃতভাবে উপস্থাপন করায় তারা ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই নারীরা ঝাড়ু মিছিলের মাধ্যমে তাদের অবস্থান তুলে ধরেন। তারা এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার পাশাপাশি আমির হামজার ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিক্ষুব্ধ নারীরা ঝাড়ু মিছিল করেছে বিষয়টি আমি জেনেছি। তবে কাদের বক্তব্যে হয়েছে এই মুহূর্তে বলতে পারছি না।

গত শুক্রবার কুষ্টিয়া সদর আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজার পুরানো একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে তাকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়। জেলা বিএনপির পক্ষ থেকে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে।

প্রয়াত এ ক্রীড়া সংগঠককে নিয়ে আমির হামজার অসৌজন্যমূলক বক্তব্যে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বক্তব্যটি ২০২৩ সালের দাবি করে ফেসবুকে ভিডিও বার্তায় দুই দফায় দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন বিক্ষোভ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর