অপারেশন ডেভিল হান্ট
চাঁদাবাজি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৯
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় 'অপারেশন ডেভিল হান্ট' ফেজ-২-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার বাকাল ইউনিয়নের পশ্চিম বাকাল এলাকা থেকে এ গ্রেপ্তার কার্যক্রম চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রফিকুল ইসলাম ওরফে রাশেদ ফকির (৩৫)। তিনি ২ নম্বর বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী এবং ওই এলাকার মো. আব্দুর রব ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে রফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। উপজেলা কৃষকলীগের সদস্য সিকদার আশরাফুল ইসলামের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববারই তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এদিকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এআরএস

