Logo

সারাদেশ

ওসমান হাদির বিচারের দাবিতে ফেনীতে সাইকেল র‍্যালি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৩

ওসমান হাদির বিচারের দাবিতে ফেনীতে সাইকেল র‍্যালি

ছবি : বাংলাদেশের খবর

চব্বিশের গণঅভ্যুত্থান আন্দোলনের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ফেনী শহরে সাইকেল র‍্যালি করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও স্ট্যান্ট ওয়ারিয়র্স।

শনিবার (১৭ জানুয়ারি) বিকালে শহরের পাইলট মাঠ থেকে এ র‍্যালি শুরু হয়। র‍্যালিটি কলেজ রোড, জেল রোড, ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, শান্তি কোম্পানি সড়ক ও মিজান রোড প্রদক্ষিণ করে পুনরায় পাইলট মাঠে এসে শেষ হয়। এতে তিন শতাধিক তরুণ অংশ নেয়।

নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি জিয়া উদ্দিন বলেন, ‘ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা চাই, তারা যে দেশেই থাকুক, তাদের এনে বিচার করা হোক। আমরা হাদির পাশে আছি এবং থাকব। আমরা দ্রুত বিচার চাই।’

ফেনী স্ট্যান্ট ওয়ারিয়র্সের সভাপতি আশরাফুল ইসলাম আবির বলেন, ‘হাদির হত্যার যথাযথ বিচার আমরা এখনো দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যর্থ। আমরা দ্রুত বিচার চাই।’

র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সমাবেশ করে এবং তার হত্যার দ্রুত ও ন্যায্য বিচারের দাবি জানায়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর