দুর্নীতি প্রতিরোধে টাঙ্গাইলে দুদকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:২৯
ছবি : বাংলাদেশের খবর
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে ‘দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) টাঙ্গাইল জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের উদ্যোগে জেলা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষণা ও পরীক্ষণ) মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আলীম আল রাজী এবং সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদুর রহমান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে সচেতন নাগরিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করলেই দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব হবে।’
সভাপতির বক্তব্যে মো. ফখরুল ইসলাম বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সততা ও নৈতিকতার চর্চা আরও বেগবান হবে।’
কর্মশালায় টাঙ্গাইল জেলার সব উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধে করণীয়, নাগরিক দায়িত্ব, আইনগত কাঠামো ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়। কর্মশালা শেষে অতিথিরা প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
রেজাউল করিম/এআরএস

