Logo

সারাদেশ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ২১:০৬

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী কামরুজ্জামান কামরুল

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কামরুজ্জামান কামরুল। তিনি ‘ধানের শীষ’ প্রতীক পেতে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দলীয় আনুষ্ঠানিক চিঠি জমা দিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়।

মনোনয়ন চিঠিতে ২৪ ডিসেম্বর ২০২৫ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপির পূর্ববর্তী দুইটি চিঠিকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৬(২) ধারা অনুসারে কামরুজ্জামান কামরুলকে সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত মনোনয়ন ও ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের জন্য অনুরোধ করা হয়।

কামরুজ্জামান কামরুল সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, ‘চূড়ান্ত মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং ধানের শীষের জন্য আনুষ্ঠানিক চিঠি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেয়া হয়েছে।’

এমনকি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর