Logo

সারাদেশ

বিএনপি প্রচার দলের মুন্সীগঞ্জ শাখার ৬০ সদস্যের নতুন কমিটি গঠন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ২১:৩৬

বিএনপি প্রচার দলের মুন্সীগঞ্জ শাখার ৬০ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের মুন্সীগঞ্জ জেলা শাখার ৬০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহফুজ কবির মুক্তা ও সাধারণ সম্পাদক আকবর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যতের আন্দোলন ও কর্মসূচি বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব তৈরি করতে এই কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মো. রহমত উল্লাহকে সভাপতি ও মো. জহির হোসেন জয়কে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যতম পদগুলোতে রয়েছেন : সিনিয়র সহসভাপতি শাহীন মোল্লা; সহসভাপতি আশরাফুজ্জামান বাবু, এম কাইয়ুম, নাজমুল হাসান মাঝী, মো. জহুরুল ইসলাম, হোসাইন মোহাম্মদ জাকির ও মোহাম্মদ সোহাগ সাইফ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) পলাশ আহমেদ বাবু; যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিফাত, লোকমান খান, রাজ আহমেদ রাতুল, আরকে জাকির হোসেন, সাজীবুল ইসলাম সজিব, সাইদ হোসেন রুদ্র ও ফরহাদুল ইসলাম বেপারী।

এছাড়া সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

জেলা নেতারা আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটি দলীয় আদর্শ ও শৃঙ্খলা রক্ষা করে মুন্সীগঞ্জ জেলা প্রচার দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর