Logo

সারাদেশ

সাভারে পোড়া দুই মরদেহ উদ্ধার, সন্দেহভাজন ভবঘুরে ডিবি হেফাজতে

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:০১

সাভারে পোড়া দুই মরদেহ উদ্ধার, সন্দেহভাজন ভবঘুরে ডিবি হেফাজতে

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার সাভারে পৌর কমিউনিটি সেন্টার থেকে পোড়া দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় ‘সম্রাট’ নামে পরিচয় দেওয়া এক ভবঘুরেকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৮ জানুয়ারি) রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে ওই দিন দুপুরে সাভার পৌর এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে গোয়েন্দা পুলিশ। আটক হওয়া ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি সাভার থানা ও পৌর কমিউনিটি সেন্টারের আশপাশে পাগলের বেশে ঘুরে বেড়াতেন বলে জানা গেছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম বলেন, ‘পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুই পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাটকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

এদিকে, এ ঘটনায় একটি সিসিটিভি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি একটি দেহ কাঁধে নিয়ে হেঁটে যাচ্ছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই আটককৃত সম্রাট।

এর আগে, রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে দুই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে কমিউনিটি সেন্টারের ভেতরে ঢোকেন। তিনি ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ দুটি পুড়ে যাওয়ায় পরিচয় জানা যায়নি। ঘটনাটি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।’

একই স্থান থেকে এর আগেও মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ২৯ আগস্ট রাতে হাত-পা বাঁধা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ১১ অক্টোবর রাতে এক অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ এবং ১৯ ডিসেম্বর দ্বিতীয় তলার টয়লেট থেকে এক অজ্ঞাত পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনটি ঘটনাতেই নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

সাইফুল ইসলাম শাওন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর