নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় বগুড়ায় যৌথবাহিনীর বিশেষ টহল
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:১০
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়ায় যৌথবাহিনীর বিশেষ টহল অভিযান শুরু হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৫টায় শহরের ওয়াবদা গেট এলাকা থেকে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি বিশাল টহল দল তাদের কার্যক্রম শুরু করে।
যৌথবাহিনীর এই টহল দল বগুড়া সদর-৬ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকা প্রদক্ষিণ করে। নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা বা বিশৃঙ্খলা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
টহল অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার। তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে জনমনে স্বস্তি বজায় রাখা এবং শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা মাঠে কাজ করছি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’
এদিকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর জানান, ‘নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং ভোটারদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি এলাকায় এই নিরাপত্তা তৎপরতা আরও জোরদার করা হবে।’
বিকেল থেকে শুরু হওয়া এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন পুরো সময়জুড়েই এমন যৌথ অভিযান অব্যাহত থাকবে।
জুয়েল হাসান/এআরএস

