Logo

সারাদেশ

ঋণখেলাপির অভিযোগ খারিজ, নির্বাচনে থাকছেন আসলাম চৌধুরী

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২১

ঋণখেলাপির অভিযোগ খারিজ, নির্বাচনে থাকছেন আসলাম চৌধুরী

আসলাম চৌধুরী। ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ। রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ঋণখেলাপির অভিযোগ তুলে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের আবেদন করেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। শুনানিতে উভয় পক্ষের আইনজীবীরা দীর্ঘ সময় যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করেন।

সবকিছু পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনের আপিল বিভাগ জামায়াত প্রার্থীর আবেদন নামঞ্জুর করে। ফলে চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রইল।

মোহাম্মদ জামশেদ আলম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর