Logo

সারাদেশ

আরব আমিরাতের ত্রাণে শীতার্তদের মুখে হাসি

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:২৬

আরব আমিরাতের ত্রাণে শীতার্তদের মুখে হাসি

ছবি : বাংলাদেশের খবর

শীতের তীব্রতা ও কুয়াশায় বিপর্যস্ত দক্ষিণ খুলনার পাইকগাছা উপজেলায় গরিব ও অসহায়দের মাঝে ত্রাণসামগ্রী ও কম্বল বিতরণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের বৈদেশিক সহায়তা বিষয়ক পরিচালক রাশেদ আল মাইল আল জাবি।

রোববার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে দুই শতাধিক গরিব পরিবারের মধ্যে এই সামগ্রী বিতরণ করা হয়।

কম্বল বিতরণ শেষে রাশেদ আল মাইল আল জাবি এলাকার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি স্বাস্থ্যকেন্দ্র ও মাদ্রাসা ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি তালতলা জামে মসজিদে যান এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বাংলাদেশে আরব আমিরাতের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক খন্দকার এনামুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন, কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ সামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, কপিলমুনি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আনারুল ইসলাম, বিএনপি নেতা শেখ ইস্কান্দার আলি, খুলনা জেলা ছাত্রদলের সিনিয়র নেতা তানভীর আলম, পাইকগাছা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরোজিত ঘোষ দেবেন, সদস্য সচিব সাদ্দাম হোসেন, আকিজ উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মো. শফিউল ইসলাম হাজরা, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম ও অলিউল ইসলাম প্রমুখ।

কম্বল ও ত্রাণসামগ্রী পেয়ে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন। তারা সংযুক্ত আরব আমিরাতের এই অনুদান পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানান এবং আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। স্থানীয় লোকজন ‘শুকরান এমারত’ শ্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন।

তরিকুল ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর