বিয়ের ৪ মাস পর ডিভোর্স, বিষপানে তরুণীর মৃত্যু
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৩
প্রেম করে বিয়ের মাত্র চার মাসের মাথায় প্রকৌশলী স্বামীর দেওয়া ডিভোর্সকে কেন্দ্র করে প্রকাশ্যে বিষপানের পাঁচ দিন পর চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন জান্নাত আক্তার (২০)।
রোববার (১৮ জানুয়ারি) সকালে বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) তার মৃত্যু হয়। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। এর আগে গত ১২ জানুয়ারি বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে প্রকাশ্যে বিষপানের ঘটনা ঘটে।
নিহত জান্নাত আক্তার বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর এলাকার বাসিন্দা। অভিযুক্ত স্বামী প্রকৌশলী সিদ্দিকুর রহমান সাগর একই উপজেলার সাহেবের হাট এলাকার বাসিন্দা।
ওসি আল মামুন উল ইসলাম জানান, প্রেম করে বিয়ের পর স্বামীর দেওয়া ডিভোর্সের মানসিক যন্ত্রণায় জান্নাত প্রকাশ্যে বিষপান করেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পরিবার দাফনকাজে ব্যস্ত থাকায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনার সময় জান্নাতের পাশে একটি কাফনের কাপড়, আগরবাতি ও বিষের খালি বোতল উদ্ধার করা হয়েছিল।
দায়িত্বরত চিকিৎসক জানান, জান্নাত আগাছানাশক ‘প্যারাকুয়াট’ নামের অত্যন্ত মারাত্মক বিষপান করেছিলেন। এই বিষে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হলেও তাকে রক্ষা করা সম্ভব হয়নি।
মৃত্যুর আগে জান্নাত জানান, প্রেম করে চার মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের চার মাসের মাথায় কোনো কারণ ছাড়াই স্বামী তাকে তালাক দেন। এরপর তিনি নিজ পরিবারে ফিরতে চাইলেও সেই সুযোগ পাননি।
গাজী আরিফুর রহমান/এআরএস

