নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার ডিআইজি রেজাউল করিমের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬
ছবি : বাংলাদেশের খবর
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘আমরা দেশের মানুষকে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।’ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ আয়োজিত নিরাপত্তা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় তা করবো।’
নিরাপত্তা সমন্বয় সভায় জেলা প্রশাসক আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহসহ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পলাশ শিকদার/এআরএস

