Logo

সারাদেশ

ভালুকায় মহাসড়কের পাশে কার্টনে নবজাতকের মরদেহ

Icon

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৫

ভালুকায় মহাসড়কের পাশে কার্টনে নবজাতকের মরদেহ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি কার্টনের ভেতর থেকে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা একটি কার্টন দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কৌতূহলবশত কাছে গেলে তারা কার্টনের ভেতরে একটি নবজাতক শিশু দেখতে পান। বিষয়টি নিশ্চিত হয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে। শিশুটিকে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সাক্ষীদের বরাতে জানা যায়, ঘটনার অল্প আগে দুজন অপরিচিত যুবক একটি মোটরসাইকেলে করে এসে ওই কার্টনটি সড়কের পাশে ফেলে দ্রুত সেখান থেকে চলে যায়। তাদের কার্টন ফেলার ভঙ্গি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ধারণা করছেন, শিশুটিকে ফেলার সময় সে জীবিত থাকতে পারে।

পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতক শিশুটিকে কার্টনে ভরে মহাসড়কের পাশে ফেলে রেখে চলে গেছে। এখনো শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি মাসুদ জানান, শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আইনি ব্যবস্থার জন্য মরদেহ ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে দাফন করা হবে এবং ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রোমান আহমেদ নকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর