Logo

সারাদেশ

গাংনীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৮৮ ছানি রোগী শনাক্ত

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০৯

গাংনীতে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৮৮ ছানি রোগী শনাক্ত

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের গাংনীতে পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দিনব্যাপী এই ক্যাম্পটি গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয়। পিকেএসএফ ও অরবিসের অংশীদারিত্বে সমিতির মাধ্যমে বাস্তবায়িত এই কার্যক্রমে মোট ১৭৭ জনের চোখ পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮৮ জন ছানি রোগী শনাক্ত করা হয়েছে।

শনাক্তকৃত রোগীদের আগামী ২৬ জানুয়ারি মেহেরপুরের মক্কা হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। ক্যাম্পে রোগী শনাক্তকরণ ও পরামর্শ দেন মক্কা হাসপাতালের চিকিৎসক শাহরিয়ার ইসলাম।

এসময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির পরিচালক কামরুল আলম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আকতারুজ্জামান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর