Logo

সারাদেশ

সংবাদ সম্মেলনে প্রতিবাদ

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার অভিযোগ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৫১

জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার নাম ব্যবহার করে একটি কুচক্রী মহল শহরের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু বিশৃঙ্খল ও বিপথগামী ব্যক্তি ছাত্রদলের নাম ব্যবহার করে মশাল মিছিল, কাফনের কাপড় পরে মিছিল, এমনকি রেললাইন অবরোধ ও আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়াচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের চরম ভোগান্তি হচ্ছে এবং ছাত্রদলের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ড একটি ষড়যন্ত্রের অংশ, যা নির্বাচন বানচালের অপচেষ্টাকে উসকে দিচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। অভিযুক্ত ব্যক্তিরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিট বা পর্যায়ের সঙ্গে সম্পৃক্ত নন বলেও স্পষ্ট করে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এসব অনাকাঙ্ক্ষিত ও সহিংস কর্মকাণ্ডের দায় জেলা ছাত্রদল কোনোভাবেই বহন করবে না। জামালপুরের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন ও যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জ্বল।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর