ভাঙ্গা বাজারে অবৈধ দোকান উচ্ছেদে প্রশাসনের অভিযান
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা বাজারে ফুটপাত ও মহাসড়ক দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে ভাঙ্গা উপজেলা প্রশাসন। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়ামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় বাজারের ফুটপাত এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, এর আগে একাধিকবার এসব দোকান সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মৌখিক নির্দেশনা দেওয়া হলেও ব্যবসায়ীরা তা মানেননি।
উচ্ছেদ অভিযানের সময় এক ব্যবসায়ী বলেন, ‘বিকল্প কোনো জায়গার ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ করলে আমাদের পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে। প্রশাসন যদি আমাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা সেখানে চলে যেতে প্রস্তুত।’
অন্যদিকে এক পথচারী বলেন, ‘ফুটপাত ও সড়কের পাশে দোকান থাকার কারণে এখানে সব সময় যানজট লেগে থাকে। এসব দোকান উচ্ছেদ হওয়ায় বাজারের সড়কে যান চলাচল কিছুটা স্বাভাবিক হবে।’[
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম বলেন, ‘ভাঙ্গা বাজারের থানারোডে দীর্ঘদিন ধরে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছিল। একাধিকবার সতর্ক করার পরও অবৈধ দোকানগুলো সরানো হয়নি। তাই আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শুধু প্রশাসনের একক প্রচেষ্টায় ফুটপাত পুরোপুরি দখলমুক্ত রাখা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ীসহ সকল শ্রেণির মানুষের সহযোগিতা প্রয়োজন।’
প্রশাসনের এ অভিযানে বাজার এলাকায় শৃঙ্খলা ফিরবে এবং পথচারী ও যানবাহন চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন স্থানীয়রা।
ইমরান মুন্সী/এআরএস

