আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে তাদের ভোটাধিকার স্বাধীনভাবে ব্যবহার করার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে হবে। কোনোভাবেই কাউকে ভোট দিতে বাধ্য করা বা বাধা দেওয়া উচিত নয়। তিনি বলেন, ‘যদি কেউ ভোট প্রদানে বাধা দেয়, তাহলে সে শেখ হাসিনা হয়ে যাবে। আমরা শেখ হাসিনা হতে চাই না।’
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আসিফ নজরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতা নিজের মধ্যে বণ্টন করা হয়েছে। কখনো রাতের ভোট, কখনো প্রতিদ্বন্দ্বীহীন একক নির্বাচন, আবার কখনো ভুয়া ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার আত্মত্যাগের কারণে আজ বাংলাদেশ নতুন সময়ে প্রবেশ করেছে, যেখানে আবার ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি গণভোটের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ভোট দেওয়ার মানে হলো জনগণ নিজের সরকার নিজেই নির্ধারণ করবে। কে সংসদে গিয়ে জনগণের কথা বলবে, তা জনগণই ঠিক করবে।
ড. আসিফ নজরুল আরও জানান, এবারের নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটছে— প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দেবেন এবং প্রথমবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের সময় তিনটি প্রধান অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছিল— সংস্কার, গণহত্যাকারীদের বিচার এবং নির্বাচন। অতীতে যেসব অনিয়ম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের ঘটনা ঘটেছে, সেই ব্যবস্থা সংস্কারের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে।
গণভোটে জনগণকে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে মত প্রকাশ করার সুযোগ থাকবে। যারা সংস্কারের পক্ষে, তারা হ্যাঁ ভোট দেবেন। আর যারা পূর্ববর্তী ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা চান, তারা না ভোট দেবেন।
এমএইচএস

