Logo

সারাদেশ

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৫৮

টেকনাফে বিদেশি পিস্তল ও গুলিসহ পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে নৌবাহিনী একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দুইটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুইটি কার্তুজ ও একটি ধারালো দা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি শামশুল হক (৪৫), টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা।

সোমবার (১৯ জানুয়ারি) নৌবাহিনীর সদর দপ্তরের গণমাধ্যম শাখার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার মধ্যরাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের নাজিরপাড়ায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি অবস্থানের খবর পেয়ে নৌবাহিনীর একটি দল অভিযান চালিয়ে শামশুল হককে আটক করে। পরে তার প্রদত্ত তথ্যে স্থানীয় তরমুজ ক্ষেতের ঝুপড়ি ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শামশুল হক বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন— মাদকপাচার, অস্ত্র ব্যবসা, জমি জবরদখল ও মানুষকে জিম্মি করে মুক্তিপণ আদায়। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর টেকনাফ থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর