Logo

সারাদেশ

কুমিল্লা-৬

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাজী ইয়াসিন

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৪৮

কুমিল্লা-৬ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হাজী ইয়াসিন

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী হাজী আমিনুর রশিদ ইয়াসিন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। দলীয় চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশ ও দলের স্বার্থ বিবেচনায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

হাজী ইয়াসিন বলেন, তিনি দীর্ঘ ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দলের চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলার সব সংসদীয় আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন। দলের গুরুত্বপূর্ণ সময়ে ঐক্য ও সাংগঠনিক স্বার্থকে প্রাধান্য দিতেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি জানান, সোমবার বিকেল পাঁচটার মধ্যে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। সকালে তা প্রত্যাহারের চেষ্টা করা হলেও রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উপস্থিত না থাকায় প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি।

এদিকে কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে কুমিল্লার রাজনীতিতে দীর্ঘদিনের বিভাজনের অবসান ঘটেছে। হাজী ইয়াসিনসহ জেলা ও মহানগরের নেতাদের সমন্বয়ে কুমিল্লাকে নতুনভাবে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, এই ঐক্য কুমিল্লার রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা-৮ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৫ আসনের প্রার্থী মো. জসিম উদ্দিন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর