Logo

সারাদেশ

আমির হামজার প্রতিবাদ সভায় বক্তৃতাকালে কুষ্টিয়া জামায়াত আমীরের মৃত্যু

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

আমির হামজার প্রতিবাদ সভায় বক্তৃতাকালে কুষ্টিয়া জামায়াত আমীরের মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ায় আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল চারটার দিকে কুষ্টিয়া শহরের একতারা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমিন বাংলাদেশের খবরকে জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

জানা গেছে, বিকেল সাড়ে তিনটার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তব্য রাখছিলেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক জানান, ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। তবে বিষয়টি চিকিৎসকরাই নিশ্চিত করবেন।

মাওলানা আবুল হাশেম পোরাদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়া জেলাজুড়ে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। 

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর