Logo

সারাদেশ

পিটিসিতে ফাইনাল পরীক্ষাকালে গুলিবিদ্ধ পুলিশ সদস্য

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৯:২৮

পিটিসিতে ফাইনাল পরীক্ষাকালে গুলিবিদ্ধ পুলিশ সদস্য

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) টিআরসি ব্যাচের প্রশিক্ষণ পরবর্তী ফাইনাল পরীক্ষা চলাকালে চায়না রাইফেলের গুলিতে পুলিশের এক প্রশিক্ষণার্থী গুরুতর আহত হয়েছেন।

আহত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) মো. মাসুম মিয়া (১৯)। তিনি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার রংচির গ্রামের বকুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ও ইমার্জেন্সি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

মহেড়া পিটিসির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) সকালে ফায়ারিং রেঞ্জে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে টিআরসি ব্যাচের ফাইনাল পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মো. মাসুম মিয়ার ডান কাঁধে লাগে। গুলিবিদ্ধ হয়ে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই উপস্থিত প্রশিক্ষক ও সহকর্মীরা তাকে উদ্ধার করে পিটিসির মেডিকেল টিমের কাছে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, গুলিটি কাঁধের পেছন দিক দিয়ে প্রবেশ করেছে। এতে মারাত্মক ক্ষত ও রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাটি দুর্ঘটনাজনিত কি না, নাকি অস্ত্র ব্যবহারে কোনো কারিগরি বা মানবিক ত্রুটি ছিল— তা খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। প্রশিক্ষণ চলাকালে অস্ত্র ব্যবহারের নির্ধারিত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, সেটিও তদন্তের আওতায় আনা হয়েছে।

তবে পিটিসির দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ারিং প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, চলমান ফায়ারিং প্রশিক্ষণ শেষে আগামী ৩ ফেব্রুয়ারি সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মস্থলে যোগদানের কথা ছিল।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ গুলিবিদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর