হাদি হত্যার বিচারের দাবিতে তোপের মুখে আসিফ নজরুল
‘ভুয়া ভুয়া’ স্লোগানে মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২০:১৮
ছবি : বাংলাদেশের খবর
গাইবান্ধায় ভোটার সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার নিয়ে তোপের মুখে পড়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিচারের দাবিতে ক্ষুব্ধ নেতাকর্মীদের চিৎকার ও ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে একপর্যায়ে তিনি মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামের হলরুমে ‘ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোট বিষয়ে সচেতনতা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আসিফ নজরুল যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন ওসমান হাদির সমর্থকরা বিচার প্রক্রিয়ায় বিলম্বের অভিযোগ তুলে তার কাছে জবাবদিহি চান।
বক্তব্যের একপর্যায়ে হাদির অনুসারী ও বৈষম্যবিরোধী আন্দোলনের একাংশের নেতাকর্মীরা চিৎকার শুরু করলে সভায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ডায়াসে থাকা মাইক্রোফোনের সামনে থেকে সরে যেতে যেতে উপদেষ্টা বলেন, ‘এভাবে তো কথা বলা যাবে না।’
পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ড. আসিফ নজরুল বলেন, ‘আপনাদের অনেক প্রশ্ন থাকবে যে চার্জশিট এমন কেন হলো, বিচার হচ্ছে না কেন? আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আছি। এখানে দুইটা ভাই পোস্টার নিয়ে দাঁড়িয়ে আছে, আপনারা আমার সাথে আসবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব।’
চার্জশিট ও বিচার প্রক্রিয়া নিয়ে তিনি আরও বলেন, ‘একটা বিচার কাজ শুরু হয় চার্জশিট দেওয়ার পর। আপনারা কি চান তাড়াহুড়ো করে চার্জশিট গ্রহণ করে ফেলুক? এই দায়িত্ব পুলিশের। যেদিন চার্জশিট গৃহীত হয়ে যাবে, এরপর বিন্দুমাত্র কালক্ষেপণ করা হবে না। প্রতিদিন কোর্ট বসবে।’ পুলিশের তদন্ত নিয়ে বিক্ষোভকারীদের উদ্বেগের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ারও আশ্বাস দেন তিনি।
তবে উপদেষ্টার এসব ব্যাখ্যায় শান্ত হননি বিক্ষোভকারীরা। তাদের অব্যাহত চিৎকার ও ‘ভুয়া ভুয়া’ স্লোগানের মুখে একপর্যায়ে ড. আসিফ নজরুল অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এর আগে সভায় দেওয়া বক্তব্যে আসিফ নজরুল বলেন, ‘জনগণ যদি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়, তবে নতুন বাংলাদেশ গড়ার পথ উন্মুক্ত হবে। আমাদের একটি পরিকল্পিত ও নতুন রাষ্ট্র দরকার, যেখানে এক ব্যক্তির খামখেয়ালি চলবে না।’ তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানে দেশের প্রতিটি মানুষের অবদান রয়েছে এবং ছাত্র-জনতা নিজের জীবনের মায়া উপেক্ষা করে রাস্তায় নেমেছিল ফ্যাসিস্টদের ফিরে আসার জন্য নয়, বরং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার আগে উপদেষ্টা বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোটের প্রচার গাড়ির উদ্বোধন করেন।
এমএইচএস

