Logo

সারাদেশ

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২১:১৬

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম অভিযানে গেলে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন। এই ঘটনায় র‍্যাবের একজন কর্মকর্তা মো. তওহীদ নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানের সময় এ ঘটনা ঘটে। র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশ জানিয়েছেন, নিহত মো. তওহীদ র‍্যাবের উপসহকারী পরিচালক ছিলেন। তিনি বিজিবি থেকে র‍্যাবে যোগ দিয়েছিলেন।

চট্টগ্রাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর চড়াও হয় এবং চার কর্মকর্তা ও সদস্যকে আহত ও এক সোর্সকে বেধড়ক মারপিট করে। পরে পুলিশ ও র‍্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতাল প্রেরণ করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং জিম্মি থাকা সদস্যদের উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে, তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জঙ্গল সলিমপুর এলাকায় প্রায় চার দশক ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি দীর্ঘদিন ধরে পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালীন তারা প্রায়ই আগাম খবর পেয়ে হামলা চালায়।

এলাকাটির মোট আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। এখানে সরকারি খাস জমিতে কারাগার, আইটি পার্কসহ অন্তত ১১টি বড় প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও জমি উদ্ধার না হওয়ায় কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। নিহত ও আহতদের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া হবে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর