সালথার রামকান্তপুরে শীতার্ত মানুষের পাশে তরুণ আলেমসমাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:০৭
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুরে প্রতিবছরের ন্যায় এ বছরও ইসলামী যুব সংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রামকান্তপুর ইসলামী যুব সংঘের এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সার্বিক দিকনির্দেশনায় এবং সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মোশাররফ হুসাইন ও ট্রেজারার মুজিবুর রহমানের নেতৃত্বে তরুণ আলেমসমাজ শীতার্তদের বাড়ি গিয়ে কম্বল পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আবুল খায়ের, হাফেজ আতিকুর রহমান, আলহাজ্ব হাফেজ মিসবাহ উদ্দিন, মুফতি এনায়েত তালুকদার, হাফেজ মাওলানা তালুকদার আমান হোসাইন, হাফেজ শামীম বারী, হাফেজ আবুল হাসান, মুফতি তাজুল ইসলাম ও মামুনুর রশিদসহ সংগঠনের সদস্যরা।
উল্লেখ্য, ইসলামী যুব সংঘ (রেজি: ফরিদ–২০১) ১৯৯৪ সাল থেকে নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

