Logo

সারাদেশ

মৌলভীবাজারে ভোটকেন্দ্রে সিসিটিভির সঙ্গে থাকবে ‘বডি অন’ ক্যামেরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ২৩:৫৭

মৌলভীবাজারে ভোটকেন্দ্রে সিসিটিভির সঙ্গে থাকবে ‘বডি অন’ ক্যামেরা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ‘বডি অন’ ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নতুন সংযোজন হিসেবে ‘বডি অন’ ক্যামেরা বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হিলালপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘বডি অন’ ক্যামেরার মহড়া ও কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার। তখন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, “জেলায় ৫৫৪টি কেন্দ্র। কেন্দ্রগুলোর ঝুঁকি আমরা যাচাই করছি। সেই অনুপাতেই আমরা নিরাপত্তা জোরদার করব। এবার ভোট কেন্দ্রগুলোতে থাকবে অনলাইন ‘বডি অন’ ক্যামেরা। এই ক্যামেরার কাজ হচ্ছে তাৎক্ষণিক দৃশ্যপট ধারণ ও রেকর্ড করা। এটি যে এলাকায় থাকুক না কেন তা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। সেখান থেকেই আমরা দেখে দ্রুত ব্যবস্থা নিতে পারব।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা বলেন, জেলার ব্যাপ্তি প্রায় ২৭৯৯ বর্গকিলোমিটার। সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা মিলিয়ে মোট জনসংখ্যা ২১ লাখ ২২ হাজার ৭০৩ জন। এর মধ্যে পাঁচ উপজেলায় সীমান্ত রয়েছে। জেলার ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন।

“ভোট কেন্দ্রগুলোকে আমরা সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে নিরাপত্তা জোরদার করব। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আামরা একাধিক ‘বডি অন’ ক্যামেরা রাখব।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বডি অন’ ক্যামেরার মাধ্যমে একযোগে পুলিশ সদরদপ্তর, বিভাগীয় ডিআইজি কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “এবারের ভোটকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা সুন্দর, শান্তিপূর্ণ ভোটগ্রহণের লক্ষ্যে কাজ করছি।”

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রত্যেকটি ভোটকেন্দ্র বার বার পরিদর্শন করা হচ্ছে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ ভোটের হাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর