কুমিল্লা চেকপোস্টে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ২
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৩:২৫
কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্টে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার ইলিয়টগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের চেকপোস্টে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার রাত ৭টার দিকে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশ চান্দিনা থানাধীন মাধাইয়া বাজার এলাকায় ঢাকা-মেট্রো পথে চেকপোস্ট বসায়। রাত ৮টা ১৫ মিনিটে কুমিল্লা থেকে ঢাকাগামী এশিয়া এয়ারকন এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৮৬) থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের ডি-৩ ও ডি-৪ নম্বর সিটের উপরের বক্সে রাখা একটি কাপড়ের ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডি-৪ নম্বর সিটে থাকা গুলজার রহমানের ছেলে চিশতি এবং ডি-৩ নম্বর সিটে থাকা বুলবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিলকে আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য দেওয়ায় তাদের সঙ্গে থাকা মোবাইল ফোনও তল্লাশি করা হয়। এ সময় অস্ত্র কেনাবেচা সংক্রান্ত তথ্য পাওয়া যায়। পরে তারা স্বীকার করেন, কুমিল্লা থেকে অস্ত্রটি কিনে বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে যাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আনোয়ার হোসাইন/এমবি

