দীঘিনালায় বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৫:০৩
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি সদরের কলাবাগান এলাকায় এক নেতার বাসভবনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদীয় প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।
যোগদানকারী নেতাকর্মীরা দীঘিনালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও তিন নম্বর কবাখালী ইউনিয়নের সাবেক সদস্য মো. কাশেমের নেতৃত্বে বিএনপিতে অন্তর্ভুক্ত হন। এ সময় জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. কাশেম বলেন, ‘অনেক আগে থেকেই আমি বিএনপিকে পছন্দ করতাম। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বাধ্য হয়ে বিরোধী দলের সঙ্গে যুক্ত ছিলাম। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে। আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা। তাই আজ আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছি। খাগড়াছড়ি জেলার উন্নয়নে ওয়াদুদ ভূইয়াকে প্রয়োজন মনে করি।’
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, ‘শুরুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করছি। আপনারা স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ। আসন্ন সংসদ নির্বাচনে সবাইকে এক হয়ে কাজ করার জন্য সহযোগিতা কামনা করছি।’
দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনা ও উপজেলা সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আবদুর রব রাজাসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ছোটন বিশ্বাস/এআরএস

