কুমিল্লা-৬ আসনে হারুনুর রশিদের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৫:০৬
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত (হাতপাখা প্রতীক) সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট হারুনুর রশিদের নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে একটি তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নগরীর গুলশানে কারিম এলাকার কারিমিয়া মাদরাসা কমপ্লেক্সের দ্বিতীয় তলার অডিটোরিয়ামে এ সম্মেলন হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ কামরুল হাসান খান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট হারুনুর রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হারুনুর রশিদ বলেন, ‘দেশের রাজনীতিতে নৈতিকতা ও আদর্শের সংকট প্রকট আকার ধারণ করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে রাজনীতি করে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা বাস্তবায়নে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’ তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আলহাজ কামরুল হাসান খান খোকন বলেন, ‘কুমিল্লা-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ দিন দিন সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও জনগণের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের নির্বাচনী কর্মসূচি আরও গতিশীল করা হবে।’
সঞ্চালকের বক্তব্যে মাওলানা এনামুল হক মজুমদার বলেন, ‘হাতপাখা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে তৃণমূলের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরে ঘরে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে হাতপাখা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়।
সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

