বাসর রাতে কনে বদলের অভিযোগ, বর কারাগারে
আবু সালেহ, ঠাকুরগাঁও
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৫:২০
ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁওয়ে বাসর রাতে কনে বদলের অভিযোগ তুলে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। আদালতের রায়ে অভিযুক্ত বরকে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা সদরের রাণীশংকৈল উপজেলার ভান্ডার এলাকার জিয়ারুল হকের মেয়ের সঙ্গে পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর এলাকার রায়হান কবিরের বিয়ে হয়। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই দাম্পত্য সম্পর্ক নিয়ে শুরু হয় বিতর্ক।
ছেলেপক্ষের অভিযোগ, বিয়ের আগে যে মেয়েকে দেখানো হয়েছিল, বাসর রাতে সেই মেয়ে ছিলেন না। অতিরিক্ত মেকআপের কারণে বিষয়টি তখন বোঝা যায়নি। তবে মুখ ধোয়ার পর কনে বদলের বিষয়টি স্পষ্ট হয়। তাদের দাবি, ঘটক ও মেয়ের বাবা পরিকল্পিতভাবে প্রতারণা করেছেন।
এ ঘটনায় দুই পক্ষই আদালতে মামলা দায়ের করে। গত ২৭ আগস্ট কনের বাবা বর ও তার দুলাভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। এর পাল্টা হিসেবে ২ সেপ্টেম্বর রায়হান কবির কনের বাবা ও ঘটকের বিরুদ্ধে মামলা করেন।
উভয় মামলার প্রেক্ষিতে সোমবার আদালত রায়হান কবিরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে কনের বাবা জিয়ারুল হক বলেন, ‘ছেলেপক্ষ আমাদের বাড়িতে এসে মেয়েকে দেখে গেছে। বিয়েতে বহু বরযাত্রী উপস্থিত ছিল। এমন অবস্থায় কনে বদলের অভিযোগ অবিশ্বাস্য।‘ তিনি পাল্টা অভিযোগ করেন, বিয়ের পর যৌতুক দাবি করায় বিষয়টি জটিল হয়েছে।
ঘটক মোতালেবও কনে বদলের অভিযোগ অস্বীকার করেছেন।
এ বিষয়ে ছেলেপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, ‘বিষয়টি বর্তমানে বিচারাধীন। আদালতের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে।’

