Logo

সারাদেশ

খাগড়াছড়িতে ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৫:২৫

খাগড়াছড়িতে ১ কোটি ৭৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালযলের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আবেদনকারীদের মধ্যে এ চেক হস্তান্তর করা হয়।

খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের উপস্থিতিতে মোট ১ কোটি ৭৫ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুদানের মধ্যে আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ভার মেটানোর জন্য ১১৯ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চিকিৎসার জন্য ১১ জন ব্যক্তি ৯ লাখ ৫৫ হাজার টাকা পান।

এছাড়া জীবন-জীবিকার মানোন্নয়ন, আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের জন্য আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় জিআর খাত থেকে ৬৩ জনকে ১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। শিক্ষা ও সংস্কৃতির সার্বিক মানোন্নয়নের জন্য ৭ জনকে ৮ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, সদস্য লিটন মনি চাকমা, সদস্য মো. মাহবুবুল আলম ও পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং মারমা উপস্থিত ছিলেন।

ছোটন বিশ্বাস/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর