Logo

সারাদেশ

মির্জাপুরে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:০২

মির্জাপুরে জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর সদরের মৃধা ভবনের দ্বিতীয় তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস. এম. মহসীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশের জন্য আত্মদানকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

রাব্বি ইসলাম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জিয়াউর রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর