Logo

সারাদেশ

বান্দরবানে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা ৯ লাখ

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:০৬

বান্দরবানে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা ৯ লাখ

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে চলমান তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইট পোড়ানোর কাজে ব্যবহৃত ৭ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এই তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। আলীকদম সদর এলাকার এফবিএম, এবিএম ও ইউবিএম নামের ইটভাটার প্রত্যেক মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

জানা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলীকদম সদর এলাকায় দীর্ঘদিন ধরে এই তিনটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। স্থানীয় পরিবেশ ধ্বংস ও পাহাড়ি বন উজাড়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কেটে ও বনজ সম্পদ নষ্ট করে ইট উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, ‘অনুমোদন ছাড়াই পাহাড় কাটা ও বন ধ্বংস করে ইট উৎপাদনের অভিযোগে এই ভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাহাড়ে ইটভাটা পরিচালনার কোনো অনুমোদন নেই। পাহাড়ের পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’

তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা ভ্রাম্যমাণ আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর