বান্দরবানে অবৈধ ইটভাটা বন্ধ, জরিমানা ৯ লাখ
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:০৬
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে চলমান তিনটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ইট পোড়ানোর কাজে ব্যবহৃত ৭ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলা প্রশাসন, বন বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে এই তিনটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। আলীকদম সদর এলাকার এফবিএম, এবিএম ও ইউবিএম নামের ইটভাটার প্রত্যেক মালিককে ৩ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।
জানা যায়, নিষেধাজ্ঞা উপেক্ষা করে আলীকদম সদর এলাকায় দীর্ঘদিন ধরে এই তিনটি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। স্থানীয় পরিবেশ ধ্বংস ও পাহাড়ি বন উজাড়ের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাহাড় কেটে ও বনজ সম্পদ নষ্ট করে ইট উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
-696f5383e71e9.jpg)
এ বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম বলেন, ‘অনুমোদন ছাড়াই পাহাড় কাটা ও বন ধ্বংস করে ইট উৎপাদনের অভিযোগে এই ভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পাহাড়ে ইটভাটা পরিচালনার কোনো অনুমোদন নেই। পাহাড়ের পরিবেশ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।’
তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষায় নিয়মিত মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা হবে।
এআরএস

