ভালুকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:১১
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) রাতে ভালুকা-গফরগাঁও সড়কের ধীতপুর টুংরাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রিয়াজ উদ্দিন সরকার (৫২)। তিনি উপজেলার ধীতপুর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রিয়াজ উদ্দিন সরকার ভালুকা-গফরগাঁও সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রাস্তা পার হচ্ছিলেন। তখন গফরগাঁওগামী একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ওই সিএনজিচালিত অটোরিকশা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পথচারীকে ধাক্কা দিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
রোমান আহমেদ নকিব/এআরএস

