বান্দরবনের দুর্গম এলাকায় অবৈধ কাঠ পাচার চক্রের মজুদ জব্দ
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৩২
ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও বন বিভাগের যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকালে জেলার থানচি উপজেলার দুর্গম বড় মদক এলাকা থেকে এ কাঠ উদ্ধার করা হয়।
জানা যায়, থানচি উপজেলার বড় মদক ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মূল্যবান সেগুন কাঠ পাচার করছে। এ ধরনের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি-৫৭ আলীকদম ব্যাটালিয়ন ও থানচি বন বিভাগের কর্মীরা যৌথ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পাচারের জন্য প্রস্তুত করে রাখা ৭১৬ টুকরা সেগুন গোলকাঠ জব্দ করা হয়। এ কাঠের পরিমাণ প্রায় ৪২২.০৩ ঘনফুট। তবে অভিযানে কাঠ পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
থানচি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `গোপন সংবাদের ভিত্তিতে আমরা থানচির বড় মদক এলাকায় অভিযান চালিয়ে ৭১৬ টুকরা সেগুন গোলকাঠ জব্দ করেছি। এ নিয়ে কাউকে আটক করা না গেলেও, বনজ সম্পদ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
তিনি আরও জানান, জব্দকৃত কাঠগুলি থানচি বন বিভাগের গুদামে রাখা হয়েছে। এ বিষয়ে প্রাসঙ্গিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস

