লোহাগাড়ায় অনুমোদন ছাড়া ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল প্রশাসন
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৪৫
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যেকোনো ধরনের ড্রোন ক্যামেরা উড্ডয়ন নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। এসব ড্রোনের তথ্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে জমা দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন। আদেশটি আজ (২০ জানুয়ারি) মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠান ড্রোন ক্যামেরা উড়িয়ে চলেছে। এতে জনগণ ও প্রাণীর জীবন, ব্যক্তিগত সম্পদ ও গোপনীয়তা, এমনকি রাষ্ট্রীয় গোপনীয়তা ও সম্পদের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের গোপন কার্যক্রমেও বিঘ্ন ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ‘জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের ড্রোন উড়ানোর বৈধ অনুমতি আছে, তাদেরও অনুমতিপত্রের কপিসহ উপজেলা নির্বাহী অফিসের কাছে তথ্য নিবন্ধন করতে হবে।’
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, অনুমোদন ছাড়াই ড্রোন উড্ডয়নের প্রমাণ পেলে ড্রোন জব্দ করা হবে এবং সরকারের ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা ২০২০’ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আবুল কালাম আজাদ/এআরএস

