বাপের বন্দুকের সামনে ছেলে বুক পেতে দিয়েছিল : ফারুক-ই-আজম
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৭:০৩
ছবি : বাংলাদেশের খবর
অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ২০২৪ সালের ঘটনা ছিল ‘নিজের সঙ্গে নিজের লড়াই’। তিনি বলেন, ‘বাপের বন্দুকের সামনে ছেলে বুক পেতে দিয়েছিল।’
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের ফাঁপোর পশ্চিমপাড়া এলাকায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে এই জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, ‘ভবিষ্যতে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি সর্বোচ্চ ১০ বছর বাংলাদেশ শাসন করতে পারবেন। একসঙ্গে তিনটি পদে থাকার সুযোগ থাকবে না।’
তিনি বলেন, অতীতে দলীয় বিবেচনায় বড় অপরাধীদের রাষ্ট্রপতির মাধ্যমে ক্ষমা করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে রাষ্ট্রের কাঠামোয় সংস্কার জরুরি। তিনি বলেন, ‘স্বাধীনতা আমাদের চিরন্তন। এ নিয়ে ব্যত্যয়ের কোনো কারণ নেই; বরং আসন্ন গণভোটের মাধ্যমে স্বাধীনতা আরও সুদৃঢ় হবে।’
উপদেষ্টা আরও বলেন, ‘নতুন ভোটাররা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার ঐতিহাসিক সুযোগ পেয়েছে। এই সুযোগ সঠিকভাবে কাজে লাগিয়ে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত স্বৈরাচারী সরকার সংবিধান থেকে ‘হ্যাঁ-না’ ভোটের বিধান বাতিল করেছিল। এবার গণভোটে ইতিবাচক রায়ের মাধ্যমে আগামী দিনে সংবিধান পরিবর্তন করা হবে।’
তিনি সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, ‘গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে রাষ্ট্র থেকে বহুবিধ সুবিধা পাওয়া যাবে। ফ্যাসিবাদীদের ফেরানো ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্রের চাবিকাঠি জনগণের হাতে রাখার এই সুযোগ যেন জাতি হারিয়ে না ফেলে।’
বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের কাঠামো সংস্কারের জন্য জনগণের সরাসরি মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ভোটারদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালু থাকবে।
জুয়েল হাসান/এআরএস

