কলাপাড়ায় এলপিজি গ্যাস সংকট, দাম বেড়ে ১৬০০ টাকা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৭:১০
ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কলাপাড়ায় এলপিজি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। একেবারেই পাওয়া যাচ্ছে না বসুন্ধরা গ্রুপের গ্যাস। অন্যান্য কোম্পানির গ্যাস কিছুটা পাওয়া গেলেও দাম অনেক বেড়েছে।
১২ কেজি ওজনের এসব সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দরে। এর আগে এসব সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২০০ টাকা। সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ২০০ থেকে ৪০০ টাকা। দীর্ঘ এক সপ্তাহ ধরে উপকূলীয় এ এলাকায় চলছে এ সংকট।
এতে সাধারণ ক্রেতারা চরম অস্বস্তিতে পড়েছেন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল ও মোটেল ব্যবসায়ীরা। ডিলার ও খুচরা ব্যবসায়ীরা জানান, চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় বেশি দামে কিনে আবার কিছু বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
ক্রেতা সৈয়দ রাসেল বলেন, ‘কয়েক দিন ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। পাশাপাশি দামও বেড়েই চলেছে। গত সপ্তাহে বসুন্ধরা গ্যাস কিনেছি ১ হাজার ৬০০ টাকা দরে। এখন কিনতে গিয়ে দেখি বসুন্ধরা গ্যাসই নেই। এ নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।’
দোকানদার বাবুল বলেন, ‘আগে গ্যাস কিনতাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে। এখন সেই গ্যাস ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দিতে হচ্ছে। এভাবে চললে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে।’
শিক্ষিকা নাজমা আক্তার বলেন, ‘সব পণ্যের দাম আগেই বেড়েছে। এখন গ্যাসের দামও ২০০–৩০০ টাকা বেশি। ব্যয় বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়ছে।’
এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ বলেন, ‘কেউ গ্যাস মজুদ করে সংকট তৈরি করলে বা অতিরিক্ত মুনাফা নিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
জাকারিয়া জাহিদ/এআরএস

