Logo

সারাদেশ

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৭:১৭

ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ছবি : বাংলাদেশের খবর

ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচিত এই আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় নেয়া হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকালে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।

রিটার্নিং অফিস সূত্রে জানা যায় , নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই তার আবেদন গৃহীত হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

তুলা জানান, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সামগ্রিক নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে বিএনপির জেলা বা কেন্দ্রীয় নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে বিএনপির দলীয় প্রার্থী ডা. আব্দুস সালামের অবস্থান আরও সুসংহত হবে। এছাড়া সংগঠনের অভ্যন্তরে ঐক্য সুদৃঢ় হবে এবং নির্বাচনী হিসাবেও দলটি ইতিবাচক অবস্থানে আসবে বলে মনে করা হচ্ছে।

এ আসনে বর্তমানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর