ফরিদপুরে ‘কার্প ফ্যাটেনিং’ ফল প্রদর্শন সভা অনুষ্ঠিত
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৪২
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট গ্রামে সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় আধা-নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং বিষয়ক এক ফলাফল প্রদর্শন ও প্রতিরূপায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং এসডিসি (সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি)-এর তত্ত্বাবধানে এ সভার আয়োজন করা হয়। এতে এলাকার ৭৫ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন এসডিসির মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন এবং ক্রেডিট অফিসার মো. রুবেল।
বক্তারা আধা-নিবিড় পদ্ধতিতে কার্প মাছ মোটাতাজাকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে উন্নত জাতের পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও প্রতিকার এবং বাজারজাতকরণ কৌশল অন্তর্ভুক্ত ছিল। কম সময়ে ও সীমিত সম্পদে মাছের উৎপাদন ও আয় বৃদ্ধির উপায় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী মৎস্যচাষীরা কারিগরি সহায়তায় উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা ভবিষ্যতে এ ধরনের আরও কর্মশালার আয়োজনের অনুরোধ জানান।
পিকেএসএফ এবং এসডিসি আশাবাদ ব্যক্ত করে জানায়, এ উদ্যোগ মৎস্যচাষীদের আধুনিক পদ্ধতি গ্রহণে উৎসাহিত করবে এবং তাদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

